E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

চিনতে পারছেন...

২০১৫ অক্টোবর ১৬ ১১:২৬:৪৯
চিনতে পারছেন...

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক গণমাধ্যমে পুরোদমে সক্রিয়।তিনি নিজের ফেসবুকে পোস্ট করেছেন অন্যরকম ছবি। তাতে তিনি লিখেছেন, ডিজিটাল নাতিটাকে সবাই চিনতে পারছেন। অ্যানালগ নানাটাকে কেউ চেনেন?

দাড়িতে আবৃত মুখ আর মাথায় মাথাল দেওয়া কৃষক সাজের ব্যক্তিটি আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বয়ং। সন্ধ্যা সাড়ে সাতটায় ছবিটি পোস্ট করেছেন তিনি। যাতে ৫০ মিনিটে লাইক পড়েছে ২৮০০’র ওপরে। কমেন্টস পড়েছে ৩০০’র বেশি।

২০১১ সালের ঈদ আয়োজনে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে আয়োজিত ঈদ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গম্ভীরার অভিনয় অংশে এমন সাজে অংশ নিয়েছিলেন তিনি। যেখানে তার নাতির চরিত্রে রয়েছেন নবম জাতীয় সংসদের তরুণতম সদস্য এবং বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ছবিটি পোস্ট করা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এটি আসলে স্মৃতি রোমন্থন করা। রাষ্ট্রীয় কাজ এবং রাজনীতির অবসরেও একটা জীবন আছে, সেটি মনে করতে চেয়েছি।

তিনি আরো বলেন বলেন, গম্ভীরার পাণ্ডুলিপিটিও আমার করা ছিল।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test