E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাবির ২ শিক্ষককে টাকা চেয়ে হুমকি

২০১৫ নভেম্বর ২৮ ১০:৩৫:৪৩
রাবির ২ শিক্ষককে টাকা চেয়ে হুমকি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে টাকা চেয়ে হুমকি দিয়েছে সর্বহারা পার্টির পরিচয়ে দুর্বৃত্তরা। মোবাইল ফোনের মাধ্যমে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে একই নাম্বার থেকে তাদের এ হুমকি দেওয়া হয়।

শিক্ষক দুইজন হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম ও ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাফি।

অধ্যাপক আবুল কাশেম বলেন, শুক্রবার সন্ধ্যায় অফিসে বসে কাজ করছিলাম। ৭টা ৩৮ মিনিটে আমার মোবাইল ফোনে একটি কল আসে। এ সময় আমাকে জিজ্ঞাসা করা হয় আমি বাইরে না বাসায়। বাইরে জানালে ওপাশ থেকে বলা হয়, বাসায় যান আমরা আসছি। এ সময় তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সর্বহারা পার্টির রনজিৎ’। এরপর কিছু না বলে ফোন কেটে দেন।

ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাফি বলেন, ‘সন্ধ্যায় আমি বাসায় ছিলাম। ৭টা ৪৬ মিনিটে আমার মোবাইলে একটি কল আসে। তিনি জানতে চান, আমি বাসায় না বাইরে। বাসায় আছি জানার পর তিনি বলেন, থাকেন আমরা আসছি।

এ সময় আমি অসুস্থ, আপনার সঙ্গে কথা বলতে পারবো না বললে তিনি বলেন, তাহলে আমাদের টাকা দেন। আমাদের ছেলেরা ভেলোর (ভারত) ও দেশে চিকিৎসাধীন। এর জন্য অনেক টাকা দরকার।

আমি আবসরপ্রাপ্ত শিক্ষক, টাকা দিতে পারবো না জানালে তিনি রেগে গিয়ে বলেন, ঠিক আছে, পরে নিজের বা সন্তানদের কিছু হলে আমরা দায়ী থাকবো না। এ সময় তার পরিচয় জানতে চাইতে তিনি বলেন, আমি সর্বহারা পার্টির কমরেড মতিন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, আমাকে এখনো বিষয়টি জানানো হয়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/নভেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test