E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ছিনতাইয়ের চারঘণ্টা পর চিনিভর্তি ট্রাক উদ্ধার

২০১৬ মে ৩১ ১১:৫১:০৬
ছিনতাইয়ের চারঘণ্টা পর চিনিভর্তি ট্রাক উদ্ধার

স্টাফ রিপোর্টার :ছিনতাইয়ের চারঘণ্টা পর চিনি ভর্তি ট্রাক পুলিশ উদ্ধার করেছে। সোমবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে ঢাকার শ্যামলী থেকে তিনশ বিশ বস্তা চিনি ভর্তি একটি ট্রাক ছিনতাই হয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চালক দ্বীন ইসলামকে (৩৫) গুরুতর আহত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে তিনশ বিশ বস্তা চিনি ভর্তি ট্রাকটি ঢাকায় আসার কথা ছিল। বস্তাভর্তি চিনির মালিক সাভারের ব্যবসায়ী রাজন। গত রাত পৌণে দুইটার দিকে ট্রাকটি শ্যামলীর দিকে পৌঁছলে চার-পাঁচজন ছিনতাইকারী হেলপারের সহায়তায় ট্রাকটির গতি রোধ করে। ছিনতাইকারীরা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ট্রাকটি ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা সাভারের দিকে নিয়ে যায়। এ খবর পেয়ে আমিন বাজার, হেমায়েতপুর, সাভার বাজার ও নবীনগর পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থায় থাকে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ট্রাকটি সাভারের বলিয়াপুর বাজার অতিক্রম করতে না পেরে মহাসড়ক থেকে একটি গলির দিকে ঢুকিয়ে দেয়। ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি উদ্ধার করে পুলিশ।

(ওএস/এস/মে ৩১,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test