E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘নবীনগর-পাটুরিয়া সড়ক চার লেনে উন্নীত করা হবে'

২০১৬ জুন ০৩ ১৭:৫৮:১৪
‘নবীনগর-পাটুরিয়া সড়ক চার লেনে উন্নীত করা হবে'

মানিকগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাভারের নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত দুই লেনের সড়কটিকে খুব শিগগির চার লেনে উন্নীত করা হবে। আগামী সেপ্টেম্বরে এর সম্ভাব্যতা যাচাই করবে এডিবি।

শুক্রবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথের নবনির্মিত পরিদর্শন বাংলো পদ্মা-যমুনার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুন ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test