E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রিজেন্ট এয়ারওয়েজের টয়লেটে ৭ কেজি স্বর্ণ

২০১৭ জানুয়ারি ২৪ ১৪:২৩:৩৫
রিজেন্ট এয়ারওয়েজের টয়লেটে ৭ কেজি স্বর্ণ

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ প্রায় ৭ কেজি (৬ কেজি ৯৬০ গ্রাম)। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালিয়ে টয়লেটে বারগুলো পাওয়া যায়।
 

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) আহসানুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আগত রিজেন্টের আরএক্স-৭২৪ ফ্লাইটের টয়লেট তল্লাশি করে বিনের নীচের অংশ থেকে কালো স্কচটেপে মোড়ানো ৩ ভাগে স্বর্ণগুলো পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।

আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

(ওএস/এএস/জানুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test