E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মৃত ব্যক্তিদের কিডনি সংগ্রহে উদ্যোগ গ্রহণ জরুরি

২০১৭ জানুয়ারি ৩০ ১৫:০১:০৪
মৃত ব্যক্তিদের কিডনি সংগ্রহে উদ্যোগ গ্রহণ জরুরি

স্টাফ রিপোর্টার : দেশে কিডনি ডোনারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই মৃত ব্যক্তিদের কাছ থেকে কিডনি সংগ্রহে উদ্যোগ গ্রহণ জরুরি বলে জানিয়েছেন কিডনি বিশেষজ্ঞরা।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় কিডনি বিশেষজ্ঞরা এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিমত ব্যক্ত করেন।

দেশে কিডনি ডোনারের সংখ্যা বৃদ্ধি করতে পরিবারের দাদা-দাদি, নানা-নানি, নাতি-নাতনি ও কাজিনদেরকে ডোনার পোল-এ অন্তর্ভুক্ত করতে হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা।

বক্তারা জানান, দেশে ১৮ মিলিয়ন লোক কিডনি রোগী রয়েছে। প্রতি বছর ৩৫ হাজার কিডনি স্থায়ীভাবে অকার্যকর হয়। ডায়বেটিসজনিত কারণে শতকরা ৪১ ভাগ, উচ্চ রক্তচাপজনিত ৩৩ ভাগ, সংক্রমণজনিত ২৫ ভাগ ও অন্যান্য কারণে শতকরা ১ ভাগ কিডনি রোগে আক্রান্ত।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর কামরুল হাসান খান।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test