E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘আমরা একুশ থেকে অনুপ্রেরণা পেয়েছি’

২০১৭ ফেব্রুয়ারি ০৩ ১৭:২৭:৩৮
‘আমরা একুশ থেকে অনুপ্রেরণা পেয়েছি’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, একুশ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। এতে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশে হল স্থাপন করেছেন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুনর্মিলনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এইচ টি ইমাম বলেন, অমর একুশে হলের প্রথম পুনর্মিলনীতে আসতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এই হলের শিক্ষার্থীরা নবীন ও মেধাবী। এই শিক্ষার্থীরাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্র জীবনের স্মৃতি সুমধুর স্মৃতি। অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেই মধুর স্মৃতিকে রোমন্থনের সুযোগ করে দেয়। এটা বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করে।

অ্যাসোসিয়েশনে সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামসহ হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী শেষ হয়।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test