E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অভিজিৎ হত্যার খুনিদের গ্রেপ্তারের দাবি ‘বোয়াফের’

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ১৯:১৩:৪০
অভিজিৎ হত্যার খুনিদের গ্রেপ্তারের দাবি ‘বোয়াফের’

নিউজ ডেস্ক : বিজ্ঞান লেখক, প্রকৌশলী অভিজিৎ রায় হত্যার ২ বছর পেরিয়ে গেলেও হামলার সাথে সরাসরি অংশ নেওয়া খুনিদের কেউ ধরা না পড়ায় উদ্বিগ্ন প্রকাশ করে দ্রুত খুনীদের দৃষ্টান্ত শাস্তিও দাবি করেছেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)। (বিজ্ঞপ্তি)

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ-দাবি জানান বোয়াফ।
সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন- ধর্মান্ধ-মৌলবাদের কষাঘাত থেকে জাতি আজও বের হয়ে আসতে পারেনি, বর্বরতম খুনীদের দৃষ্টান্ত শাস্তিও নিশ্চিত করা যায়নি। এটা আমাদের জন্য পীড়াদায়ক। আর এর দায় সরকার ও সরকারের রাষ্ট্রযন্ত্র এড়িয়ে যেতে পারে না।
ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী পরিকল্পিতভাবে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে চিরতরে ঘরে না ফেরার জন্য তাঁদের বর্বরতম থাবা সেই চাপাতি ব্যবহারের মাধ্যমে হত্যা করে বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ রায়কে। আহত করে অভিজিৎ রায়ের জীবনসঙ্গী বন্যা আহমেদকেও।
তিঁনি আরও বলেন, যাঁরা ধর্মপ্রাণ ও ধর্মীয় শাস্ত্রানুমোদিত জীবন যাপন করে থাকে, তাঁরাও আজ রেহাই পাচ্ছে না উগ্র ধর্মান্ধ জঙ্গিগোষ্ঠীর বিষাক্ত চাপাতি থেকে। ধর্মান্ধ-মৌলবাদ ও প্রতিক্রিয়াশীল ব্যক্তি-মহল বিকৃত তথ্যে পরিগঠিত অসুস্থ্য মানসিকতা তৈরি। তাঁদের উগ্রতা ও বর্বরতম অপরাধের দৃষ্টান্ত শাস্তির পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা এখন অপরিহার্য্য হয়ে ওঠেছে।
যত দ্রুত সম্ভব, অভিজিৎ রায় খুনের ঘটনায় হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি ও তার নেপথ্যের সকল বর্বরদের দ্রুত খুজে বের করে দৃষ্টান্ত শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং লেখক-প্রকাশকসহ অসাম্প্রদায়িক নতুন প্রজন্মের মাঝে বিরাজমান উদ্বিগ্ন-উৎকন্ঠা নিরসনে সরকারসহ সকলকে এগিয়ে আসার আহ্বান করেন বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test