E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আজই ধর্মঘট প্রত্যাহার হবে: ওবায়দুল কাদের

২০১৭ মার্চ ০১ ১২:২৯:২৫
আজই ধর্মঘট প্রত্যাহার হবে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট আজকের মধ্যেই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে তার দফতরে আইনমন্ত্রী আনিসুল হক, সড়ক পরিবহন মালিক শ্রমিকদের সমিতির কার্যকরী সভাপতি মশিউর রহমান রাঙা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সভায় তিনি পরিবহন মালিক এবং শ্রমিকদের জনভোগান্তি নিরসনে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। নেতৃবৃন্দ মন্ত্রীকে আশ্বস্ত করেন।

সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বসবেন এবং দুপুর ১টা ৩০মিনিটে সড়ক পরিবহন সমিতির মতিঝিলসস্থ অফিসে (সড়ক পরিবহন ভবনের ৭ম তলা) সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানাবেন।

(ওএস/এসপি/মার্চ ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test