E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

যান চলাচল শুরু করতে নৌমন্ত্রীর আহ্বান

২০১৭ মার্চ ০১ ১৫:১৪:২৭
যান চলাচল শুরু করতে নৌমন্ত্রীর আহ্বান

স্টাফ রিপোর্টার : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সারা দেশে যান চলাচল শুরু করার জন্য শ্রমিক নেতা ও পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ভবনে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি আহ্বান জানান।

নৌমন্ত্রী বলেন, ‘এখন থেকে যানবাহন চলাচলের জন‌্য মালিক ও শ্রমিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করছি, সারাদেশে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ত উল্লাহ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নৌমন্ত্রী শাজাহান খান দেশের শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ ফোরাম বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। প্রতিমন্ত্রী রাঙ্গা বাস ও ট্রাকমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি।

(ওএস/এএস/মার্চ ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test