E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে’

২০১৭ মার্চ ০১ ১৯:০৪:৪৩
‘বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে’

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও তার নীতি-আদর্শকে অনুসরণ করলে একদিন দেশকে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড় করাবে।

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। আর এ উন্নয়নকে চলমান রাখতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অতিসত্বর নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারি করা হবে।

এসময় কলেজ গভর্নিংবডির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর বাবলু চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা, ফরিদপুর সরকারী রাজেন্দ্র বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিঞা লুৎফর রহমান, জাতীয় বিশ্ববিদদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মো. শামসুদ্দীন ইলিয়াস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া প্রমুখ।

(এএনএইচ/এএস/মার্চ ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test