E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রহণ করা প্রোগ্রাম চমকপ্রদ: অর্থমন্ত্রী

২০১৭ মে ১০ ১২:১৩:২২
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রহণ করা প্রোগ্রাম চমকপ্রদ: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তবে আমরাই বিশ্বের যেকোনো দেশের তুলনায় এ ক্ষতিগ্রস্ততা কাটিয়ে উঠছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠার জন্য বাংলাদেশ যেসব প্রোগ্রাম হাতে নিয়েছে সেগুলো বিশ্বের যেকোনো দেশের তুলনা সবচেয়ে চমকপ্রদ।

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে তিন দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) তৃতীয় গণমাধ্যম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম মতুর্জার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হাক ইনু।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠনের আগেই বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাধীনতার পরপরই ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ব্যাপক ক্ষতিসাধিত হয়ে। তখন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মজিব কিল্লা নির্মাণের মাধ্যমে তা মোকাবিলা করেছিলেন।

(ওএস/এসপি/মে ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test