E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভাস্কর্য সরানোর প্রতিবাদ, লিটন নন্দীসহ গ্রেফতার চারজন কারাগারে

২০১৭ মে ২৭ ১৬:২৮:৪২
ভাস্কর্য সরানোর প্রতিবাদ, লিটন নন্দীসহ গ্রেফতার চারজন কারাগারে

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের সামনে থেকে রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি সরানোর প্রতিবাদে বিক্ষোভ করার সময় গ্রেফতার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে আদালত তাদের জামিন শুনানির জন্য আগামীকাল রবিবার দিন ধার্য করেন।

শনিবার গ্রেফতার চারজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে লিটন নন্দীসহ চারজনের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার গেফতার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রবিবার জামিন শুনানির দিন ধার্য করেন।

গ্রেফতার অপর তিনজন হলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজের সভাপতি মোরশেদ আলীম, লালবাগ থানার সাংগঠনিক সম্পাদক আল-আমীন হোসেন জয় ও উদীচীর সম্পাদকমণ্ডলীর নেতা আরিফ নুর।

বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ভাস্কর্যটি সরিয়ে নেয়ার কাজ শুরু করে।

ভাস্কর্য সরিয়ে নেয়ার প্রতিবাদে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। পুলিশ এ সময় কাঁদানে গ্যাস ও জলকামান থেকে জল ছিটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ওই ঘটনায় শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) মোফাচ্ছারুল ইসলাম। মামলাটি তদন্ত করছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর্জা মো. বদরুল হাসান।

প্রসঙ্গত, গেল কয়েক মাস ধরে ভাস্কর্যটি সরিয়ে নেয়ার দাবি জানিয়ে আসছিল হেফাজতে ইসলাম। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভাস্কর্যটি সরিয়ে নেয়ার বিষয়ে মত দেন।

(ওএস/এএস/মে ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test