E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

২০১৪ জুন ২৮ ১১:২০:৫৩
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

ডেস্ক রিপোর্ট : পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার চাঁদ দেখা গেলে রবিবার থেকে রমজান মাস শুরু হবে। এক্ষেত্রে শনিবার এশারের নামাজের পরই তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা।

শনিবার চাঁদ দেখা না গেলে রবিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রমজান মাস শুরু হবে সোমবার। তারাবি নামাজ শুরু হবে রবিবার।

(এইচআর/জুন ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test