E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‌‌‘রহিঙ্গাদের বিষয়ে আন্তজার্তিক সম্প্রদায়ের নিরবতা চরম দুঃখজনক'

২০১৭ সেপ্টেম্বর ০১ ১৮:৫৩:০৭
‌‌‘রহিঙ্গাদের বিষয়ে আন্তজার্তিক সম্প্রদায়ের নিরবতা চরম দুঃখজনক'

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, রহিঙ্গা ইস্যু নিয়ে দুঃখজনক হলেও বলতে হয়, আজকে আন্তজার্তিক সম্প্রদায় যারা সব সময় মানব সভ্যতার কথা বলে আসছেন, যারা আত্মীয়র সেবার কথা বলেন, মানবধিকার কথা বলেন, তারা তাদের দায়িত্ব পালনে চরম ভাবে ব্যর্থ হয়েছেন।

এই সময়ে আন্তজার্তিক সম্প্রদায়ের নিরবতা চরম দু:খজনক গোটা বিশ্বকে হতাশ করেছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০ টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে আগে “বিশ্বমানবাধিকার আজ কোন কথা বলছে না” রহিঙ্গাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

“খালেদা জিয়া এসে নির্বাচনের রুপরেখা দেবেন” বেগম জিয়ার উপদেষ্টা আইনজীবি মাহাবুবর রহমানের প্রশ্নের জবাবে হানিফ বলেন, যে কোন ব্যক্তির সাধারন চিন্তাভাবনা করার সুযোগ আছে, চিন্তাভাবনা করতে কোন দোষ নেই।

তবে সরকার বার বারই বলে এসেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধানে যে গাইড লাইন দেওয়া আছে, সে মোতাবেক হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের অধীন যে নির্বাচন হবে, সে সময় এই সরকার সহায়ক সরকার দায়িত্ব পালন করবেন।

“আওয়ামীলীগ একটি উচ্ছমার্গীয় মিথ্যার ফ্যাক্টারী” রুহুল কবির রিজভীর এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির অনেক নেতা আশার জাল বুনছে। অনেক সময় তাদের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য কাল্পনিক কথাবার্তা বলে থাকেন। কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এটা কাল্পনিক কথা ছাড়া কিছু না।

এ সময় জেলাপ্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(কেকে/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test