E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘সোনার বাংলা গড়তে খেলাধুলার বিকল্প নাই’

২০১৭ সেপ্টেম্বর ০৩ ২১:৫৭:১৪
‘সোনার বাংলা গড়তে খেলাধুলার বিকল্প নাই’

পাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আমাদের দেশের নদী-নালা-হাওর-বিল যেভাবে হারিয়ে যাচ্ছে এগুলো রক্ষায় নৌকা বাইচ খেলার আয়োজনের বিকল্প নাই।

তিনি বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা নৌকা বাইচসহ অন্যান্য খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সোনার বাংলার ভাবমূর্তিকে তুলে ধরবে। সোনার বাংলা গড়তে খেলাধুলার বিকল্প নাই।

রবিবার বিকেলে ঈশ্বরদীর পার্শ্ববর্তী আটঘরিয়া চিকনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে ৭০ এর নির্বাচনে দেশব্যাপী অভূতপূর্ব জয়লাভ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙালি জাতি কাউকে ভয় পায় না। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার মানুষ জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিকভাবে খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা সুনামের সঙ্গে কৃতিত্ব অর্জন করছে।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বের অন্যান্য ক্রিকেট দলের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় যারা বাংলাদেশের খেলার মানকে অবজ্ঞা অবহেলা করতো এখন তারাই স্বগর্বে বাংলাদেশের নাম উচ্চারণ করছে। নৌকাবাইচ গ্রামবাংলার ঐতিহ্য। এ খেলায় আগে অনেক কৃতিত্ব বাংলাদেশের অর্জিত হয়েছিল।

এ সময় আটঘরিয়া ও ঈশ্বরদীর প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/০৩ সেপ্টেম্বর, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test