E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব, আত্মসমর্পণের আহ্বান

২০১৭ সেপ্টেম্বর ০৫ ১৩:১৬:২৮
মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব, আত্মসমর্পণের আহ্বান

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরের মাজার রোডে বর্ধনবাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’র সন্ধান পেয়েছে এলিট ফোর্স র‌্যাব।

সোমবার দিবাগত মধ্যরাতে সন্দেহজনকভাবে বর্ধনবাড়ি এলাকার ভাঙ্গাওয়াল গলির কাছে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণের একটি বাড়ি ঘিরে ফেলে র‌্যাব।

মঙ্গলবার সকালে র‌্যাব জানায়, ওই বাড়ির পঞ্চমতলায় এক জঙ্গি অবস্থান করছে বলে তথ্য পাওয়া গেছে। ওই জঙ্গির নাম আবদুল্লাহ। তাকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘সন্দেহ করা হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত ছয়তলা বাড়ির পঞ্চমতলায় জঙ্গি আস্তানা রয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে।’

ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানান, মধ্যরাতে কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঝেমধ্যে গোলাগুলির শব্দও পাওয়া যায়। রাত থেকেই ভবনটির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

মুফতি মাহমুদ খান বলেন, ‘বাড়িটিতে অবস্থানরত সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হচ্ছে। বাড়িটি ঘিরে ফেলার পর জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে হাতে তৈরি গ্রেনেড ও পেট্রোল বোমা ছুঁড়েছে। পরপর ৫-৬টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

এর আগে সোমবার দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মসিন্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতির ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)। তাদের দেওয়া তথ্য মতে মিরপুরের মাজার রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test