E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খুলনায় পরিবহন ধর্মঘট

২০১৪ জুলাই ১৪ ০০:৪৪:৪৯
খুলনায় পরিবহন ধর্মঘট

খুলনা প্রতিনিধি : খুলনা-ঢাকা মহাসড়কসহ ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। খুলনার এক বাস চালকের ওপর হামলার প্রতিবাদে রোববার সন্ধ্যা ৭টা থেকে এ ধর্মঘট শুরু করে খুলনার পরিবহন শ্রমিকরা।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সোনা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার খুলনা ও গোপালগঞ্জের দুই চালকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় নেতারা সমাধান করে দেন। তারপরও রোববার বরিশাল-খুলনাগামী একটি বাস গোপালগঞ্জ হয়ে আসার পথে বাসের চালক বাবুলের বাড়ি খুলনায় জানতে পেরে সেখানকার চালকরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে হাত পা ভেঙ্গে দেয়।

গুরুতর অবস্থায় বাবুলকে নগরীর কিওর হোম ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এখবর খুলনার চালকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা খুলনা থেকে ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকে।

এদিকে হঠ্যাৎ করে পরিবহন ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন।

(ওএস/এস/জুলাই ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test