E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিআরটিসি’র অগ্রিম টিকেট বিক্রি শুরু আগামীকাল থেকে

২০১৪ জুলাই ১৯ ১৪:১১:২৭
বিআরটিসি’র অগ্রিম টিকেট বিক্রি শুরু আগামীকাল থেকে

স্টাফ রিপোর্টার : আগামীকাল রোববার থেকে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
বিআরটিসি’র মতিঝিল, গাজীপুর, জোয়ারসাহারা, উথলী, নারায়ণগঞ্জ, দ্বিতল বাস ডিপো এবং কল্যাণপুর বাস ডিপো থেকে যাত্রীরা অগ্রিম টিকেট কিনতে পারবেন। এজন্য বিআরটিসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বিআরটিসি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখি যাত্রীদের জন্য ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে। এই সার্ভিস আগামী ২৪ জুলাই থেকে চালু হবে।
বিআরটিসি সূত্র জানায়, ঢাকা এবং ঢাকার বাইরের ডিপোসহ মোট ৯০০টি বাস ঈদ স্পেশাল সার্ভিসে অর্ন্তভুক্ত হবে। এই বাসগুলো ঢাকা এবং ঢাকার বাইরের ডিপো থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে।

বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য বিআরটিসি সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করেছে।

তিনি জানান, যাত্রীরা যাতে সহজেই অগ্রিম টিকিট ক্রয় করতে পারেন সেজন্য প্রত্যেক বাস ডিপোতে টেলিফোন ও মোবাইল ফোন রয়েছে।
এছাড়া বিআরটিসি’র প্রধান কার্যালয়ে একটি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। হেল্পডেক্সের ফোন নম্বর হচ্ছে ৯৫৬৪৩৬১এবং মোবাইল ফোন নম্বর হচ্ছে ০১৮১৮২০২১৮৬। এসব ফোন নম্বরে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।

ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) জানান, আগামী ২৪ জুলাই থেকে শুরু করে ঈদ পরবর্তী তিন দিন পর্যন্ত বিআরটিসি’র ঈদসেবা সার্ভিস চালু থাকবে।
রাজধানী ঢাকার মতিঝিল বিআরটিসি বাস ডিপোর টেলিফোন নম্বর হচ্ছে ৯৩৩৩৮০৩ এবং মোবাইল ফোন নম্বর হচ্ছে ০১৭১১৫৭৮৭৮৯।

(ওএস/এস/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test