E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যানজট এড়াতে বিআরটিএ'র আটটি বিকল্প সড়ক

২০১৪ জুলাই ১৯ ১৫:৪৯:২৮
যানজট এড়াতে বিআরটিএ'র আটটি বিকল্প সড়ক

নিউজ ডেস্ক : শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিআরটিএ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরে ফেরা যাত্রী সাধারণের নিরাপদে নির্বিঘ্নে যানজট এড়িয়ে চলতে আটটি বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করেছে।

বিকল্প সড়কগুলো হলো:

১. কাঁচপুর এলাকার যানজট নিরসনের লক্ষ্যে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়াগামী যানবাহন ডেমরা রোড দিয়ে সুলতানা কামাল সেতুর ওপর দিয়ে যাতায়াত করবে।

২. ঢাকা মহাসড়কের বিকল্প সড়ক-১: বাবু বাজার ব্রিজ (বুড়িগঙ্গা সেতু-২) ইকুরিয়া-পোস্তগোলা ব্রিজ (বুড়িগঙ্গা সেতু-১) পাগলা-চাষাঢ়া-নারায়ণগঞ্জ লিংক রোড-সাইনবোর্ড হয়ে চট্টগ্রাম।

৩. ঢাকা মহাসড়কের বিকল্প সড়ক-২: টঙ্গী স্টেশন রোড-শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু-মীরের বাজার-উলুখেলা-কাঞ্চন ব্রিজ-ভুলতা-মদনপুর হয়ে চট্টগ্রাম।

৪. ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প সড়ক-১: বাবু বাজার ব্রিজ (বুড়িগঙ্গা সেতু-২) ইকুরিয়া-পোস্তগোলা ব্রিজ (বুড়িগঙ্গা সেতু-১) পাগলা-চাষাঢ়া-নারায়ণগঞ্জ লিংক রোড-সাইনবোর্ড হয়ে সিলেট।

৫. ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প সড়ক-২: টঙ্গী স্টেশন রোড-শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু-মীরের বাজার-ঘোড়াশাল-পাঁচদোনা হয়ে সিলেট।

৬. ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প সড়ক-৩: টঙ্গী স্টেশন রোড-শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু-মীরের বাজার-উলুখেলা-কাঞ্চন ব্রিজ ভুলতা হয়ে সিলেট।

৭. ছোট গাড়ীর বিকল্প সড়ক-১: যানজট এড়িয়ে চলার জন্য নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটগামী ছোট গাড়ী খিলগাঁও-বাসাবো-মাদারটেক-নন্দীপাড়া ব্রিজ-শেখের জায়গা-আমুলিয়া স্টাফ কোয়ার্টার-সুলতানা কামাল ব্রিজ দিয়ে চলাচল করতে পরামর্শ দেয়া হয়েছে।

৮. ছোট গাড়ির বিকল্প সড়ক-২: সিলেট ও চট্টগ্রাম অভিমুখী ছোট গাড়িগুলো যানজট এড়িয়ে হাতিরঝিল-রামপুরা-শেখের জায়গা-আমলিয়া-ডেমরা-সুলতানা কামাল/কাচপুর ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি।

(ওএস/অ/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test