E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে দূরপাল্লার পরিবহন ভাংচুর

২০১৫ জানুয়ারি ১০ ১৯:৫৭:২৩
বাগেরহাটে দূরপাল্লার পরিবহন ভাংচুর

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-খুলনা সড়কের শ্রীঘাট এলাকায় চট্রগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী পরিবহন ভাংচুর করেছে অবরোধকারীরা।

শনিবার ভোর ৫ টার দিকে ১০/১২ জনের একদল দুবৃর্ত্ত নুর জাহান পরিবহনের ওই বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে। আকস্মিকভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিবহন বাসটি’র সামনের ও সাইডে’র ৭/৮টি গ্লাস ভাংচুর করে। এসময় ভাংগা গ্লাস লেগে ৫/৬ জন যাত্রী কমবেশী আহত হয়। পরিবহনের সুপারভাইজার রনি আহত যাত্রীদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

চিকিৎসা নেয়া যাত্রী জেলার শরনখোলা পল্লীমঙ্গল এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ সোয়েব হাওলাদার (২৪) বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা নুরজাহান পরিবহনের ওই বাসটি শনিবার ভোরে বাগেরহাট শ্রীঘাট বেলী ব্রীজ এলাকায় আসলে রাস্তার পাশে ওৎপেতে থাকা ১০/১২ জন অবরোধকারী পিকেটার আকস্মিকভাবে এলোপাতাড়ী ইট-পাটকেল নিক্ষেপ করে বাসের গ্লাস ভেঙ্গে দেয়।

ওই পরিবহন বাসের বাগেরহাট কাউন্টার ম্যানেজার সোহরাব হোসেন বলেন, নুরজাহান পরিবহনের বাসটি চট্রগ্রাম থেকে ভালভাবেই বাগেরহাট শ্রীঘাট পর্যন্ত আসে এরপর ১০/১২ জনের এক দল দুবৃর্ত্ত ইটপাটকেল নিক্ষেপ করলে ৫/৬ জন যাত্রী আহত হয়। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি আলী আজম খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গাড়ী ভাংচুরের বিষয়টি এড়িয়ে যান। তবে খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

(একে/অ/জানুয়ারি ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test