E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভয়াবহ ঝড়ে পরিণত হচ্ছে হুদহুদ

২০১৪ অক্টোবর ১০ ১৪:১৩:৩৭
ভয়াবহ ঝড়ে পরিণত হচ্ছে হুদহুদ

নিউজ ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় 'হুদহুদ' ধীরে ধীরে প্রলয়ঙ্করী ঝড়ে পরিণত হচ্ছে। এটি বর্তমানে ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড়ে অবস্থান করছে, যা ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালের দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এসময় বাতাসে গতিবেগ হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়‍া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড়টি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০১০ কি. মি. দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কি. মি. দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কি. মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কি. মি. দক্ষিণে অবস্থান করছিল।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড় মোকাবেলায় অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় ৩৫টি মোবাইল টিম নিয়োগ করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উড়িষ্যা, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ঘূর্ণঝড়ের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন।

গত বুধবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আঘাত হানে ঘূর্ণিঝড় 'হুদহুদ'। এরপর এটি ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দফতর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে ঘূর্ণিঝড়টির নাম 'হুদ হুদ' প্রস্তাব করে ওমান।

এদিকে, হুদহুদের প্রভাবে বিশাখাপত্তম, ভুবনেশ্বর, নাগপুরে প্রবল বর্ষণের খবর জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।

(ওএস/এটিআর/অক্টোবর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test