E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাঁচতে চান অসহায় জাহেদা

২০২২ সেপ্টেম্বর ০৮ ১৩:৫৩:২৫
বাঁচতে চান অসহায় জাহেদা

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাট-দাড়িয়াপুর গ্রামের অসহায় দিনমজুর মো. মমতাজ আলীর স্ত্রী জাহেদা বেগম (৫৫) (এনআইডি নং-৩৭৪৪৮৬২০৯৯) কিডনী রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ১০/১২ বছর ধরে হয়ে মৃত্যু যন্ত্রণায় ভুগছেন।

জাহেদা বেগমের স্বামী মমতাজ আলীর মাত্র সোয়া দুই শতক বসতভিটা ছাড়া অন্য কোন সহায় সম্পদ নেই। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মমতাজ আলী চোখে কম দেখার কারণে কোন কাজকর্ম করতে পারে না। তাদের সংসারে জসিম উদ্দিন নামে এক ছেলে সন্তান রয়েছে। সেও প্রতিবন্ধী।

জাহেদা বেগম আর্থিক অভাব অনটনের কারণে বর্তমানে কোন চিকিৎসা করাতে পারছেন না। তার এই চিকিৎসা করতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার প্রয়োজন। তাই তিনি ব্যাংক-বীমা, এনজিও, দেশ-বিদেশের হৃদয়বান-বিত্তশালী-দানশীল ও দয়ালু ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্য অথবা সিনহার পুরোচিকিৎসার ব্যয়ভারে সকলের নিকট মানবিক সহায়তা কামনা করেছেন। মানুষের কাছে সাহায্য সহযোগিতার আকুল আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা সঞ্চয়ী হিসাব নং-৫১০৮৬০১০১৬৩৫০, বিকাশ নম্বর- ০১৯০৭-২১৮০৯৫।

(এসআইআর/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test