সাতক্ষীরায় পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যান
সাতক্ষীরা প্রতিনিধি : দলীয় ও প্রশাসনিক ক্যু করে আমাকে ভোটে হারিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করে সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ দলীয় পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুধবারের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
একই সাথে এই ফলাফল বাতিল ঘোষণা করে পুনঃনির্বাচন দাবি করেছেন তিনি। তার এই বিপর্যয়ের জন্য দায়ী দলের নেতাদের বহিস্কার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখকে বরখাস্ত করার দাবিও জানান শাহাদাত।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এসে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে একথা তুলে ধরেন তিনি।এ সময় তার সাথে দলের স্থানীয় নেতাকর্মীরা ছিলেন।
শাহাদাত হোসেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং মেয়র নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী। তিনি চার প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ৯০৭২ ভোট পেয়েছেন। এই পৌরসভায় বিজয়ী প্রার্থী বিএনপির তাজকিন আহমেদ চিশতি পেয়েছেন ১৬ হাজার ৪৭০ ভোট।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন বলেন, ভোটের আগের রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ ও সদর থানার ওসি গাড়ি নিয়ে ৩১ টি কেন্দ্রে যেয়ে আওয়ামী লীগের পোস্টার গুলি ছিড়ে ফেলে দেন। তাদের ভাষায় ‘কোথাও নৌকা লেখা থাকবে না’ উল্লেখ করে তিনি বলেন তারা জানিয়ে দেন প্রয়োজনে গুলি করবো।
এসব কারণে ভোট কেন্দ্রে বেশিরভাগ লোক আসেননি বলে জানান শাহাদাত। তিনি আরও বলেন ভোটের আগের রাত দেড়টায় মাইক্রোবাস নিয়ে ওসি কয়েকজন লোককে সাথে নিয়ে বিভিন্ন কেন্দ্রে ত্রাস সৃষ্টি করেন।
এ সময় সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোককে কেন্দ্রের কক্ষে ঢুকিয়ে দেওয়া হয়। তারা ব্যালট পেপার নিয়ে নৌকা বাদে ধানের শীষ , লাঙ্গল এবং স্বতš প্রার্থীর অনুকূলে নারকেল গাছে সিল মারেন।শাহাদাত হোসেন এমন কমপক্ষে নয়টি কেন্দ্রের কথা জানান।
তিনি অভিযোগ করে বলেন ইটাগাছাসহ অনেক কেন্দ্রে নৌকা ব্যাজধারীকে ঢুকতে দেওয়া হয়নি।কামাননগর কেন্দ্রে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ছিড়ে ফেলে নগ্ন ভাষায় গালাগাল করেন একজন পুলিশ অফিসার। কামাননগর মাদ্রাসা কেন্দ্রে তার কর্মী রাজুকে লাঠিপেটা, বাটকেখালি কেন্দ্রে তার কর্মী আবদুল হাকিমকে মারধর করে গালাগাল করার বিস্তর অভিযোগ করে শাহাদাত আরও বলেন সকাল ১১ টায় ইটাগাছা কেন্দ্রে আচরন বিধি লংঘন করে ধানের শীষের লোকজন পুলিশের সামনে প্রচার মিছিল করেছে।
এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে মন্তব্য করে তিনি বলেন ‘আমার দলের নেতাদের সহায়তায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে হারানোর জন্য সব ধরনের মেকানিজম করেছিলেন’।তিনি বলেন রাত আড়াইটায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএনপি দলীয় প্রার্থী তাজকিন আহমেদ চিশতির বাড়িতে যান এবং চিশতি গাড়িতে ওঠেন। এ সময় কেন্দ্রে কেন্দ্রে যেয়ে নৌকার বিরুদ্ধে কথা বলেন তারা।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন আরও ফিরোজ আহমেদ নৌকা প্রতীকের বিরোধিতা করে লাঙ্গলে ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে কথা বলেছেন। তারা দুজনেই আমার বিরুদ্ধে কাজ করে নৌকাকে হারানোর পরিকল্পনা করেছিলেন মন্তব্য করে তিনি বলেন ৯ নম্বর ওয়ার্ডে দলীয় নেতা অধ্যাপক আবু আহমেদ স্বতন্ত্র প্রার্থী মিঠু খানের পক্ষে কাজ করেছেন । তিনি কোনো কোনো স্থানে লাঙ্গলের পক্ষেও ভোট চেয়েছেন।
ভোটের দিনে স্টেডিয়াম কেন্দ্র থেকে তিনটি বাক্স উধাও হবার অভিযোগ করেন তিনি।
শাহাদাত হোসেন আরও বলেন ‘দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন তাতে সন্তুষ্ট না হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নির্বাচনের ছয়দিন আগে সাতক্ষীরা থেকে চলে যান। তিনি আমার ফোন ধরেন না এবং নির্বাচনে নৌকার পক্ষে তিনি কোনো ক্জা করেন নি’ বলে জানান তিনি।
শাহাদাত বলেন, নজরুল ইসলামের ভাই জামায়াত নেতা হাবিবুর রহমানের বিরুদ্ধে ১৭/ ১৮ টি হত্যা ও ৭/৮ টি নাশকতার মামলা রয়েছে।তিনি অভিযোগ করেন, যে পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ মেয়র পদে মনোনয়ন না পেয়ে নির্লজ্জভাবে আমার বিরোধীতা করতে লাঙ্গল প্রতীকে ভোট চেয়েছেন।
হিন্দু সম্প্রদায়ের সদস্যরা আতংকিত হয়ে ভোট কেন্দ্রে কম এসেছেন বলে জানান তিনি। ‘আমাকে পরাজিত করানোর জন্য দুই তিনদিন আগে থেকে দলীয় নেতারা হয় লাঙ্গলে না হয় নারকেলগাছে ভোট দেওয়ার আহবান জানান’ বলে অভিযোগ করেন তিনি। জেলা দলের সভাপতি মুনসুর আহমেদ তার পছন্দের লোক মিঠু খানের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন মন্তব্য করে তিনি বলেন ‘ওসি আমার কাছ থেকে, চিশতির কাছ থেকে, আজহার হোসেনের কাছ থেকে এবং মিঠু খানের কাছ থেকে মোটা টাকা আদায় করে নৌকা প্রতীকধারীকে হারিয়ে দেওয়ার নীল নকশা করেছিলেন’ । তিনি ওসি এমদাদ শেখকে বরখাস্ত করার দাবি জানান। একই সাথে মুনসুর আহমেদসহ দলীয় নেতাদের বহিস্কার করার দাবি জানান। এ বিষয়ে বিস্তর অভিযোগ তিনি কেন্দ্রে পাঠিয়েছেন বলে জানান শাহাদাত হোসেন।
সংবাদ সম্মেলনে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি । বলেন ‘বঙ্গবন্ধুর নৌকা প্রতীক নিয়ে জনগনের সেবার ব্রত নিয়েছিলাম। কিন্তু আমার দলের নেতাদের বিরোধীতার মুখে তা সম্ভব হলো না’। তিনি দৃঢ়তার সাথে বলেন ‘এই পাতানো নির্বাচন মানিনা মানবো না। এর ফলাফল অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন দেওয়া হোক’।
তবে সংবাদ সম্মেলন চলাকালে সভাপতি মুনসুর আহম্মেদ নৌকা প্রতীকের পক্ষে হিন্দু মহল্লা ছাড়াও অন্যত্র শাহাদাৎ হোসেনের পক্ষে কাজ করেছেন এমন বহুৎ প্রমান রয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহাদাৎ হোসেন বলেন, ওটা শেষ মুহুর্তে লোক দেখানো।
এ সময় তার সাথে দলের স্থানীয় নেতা মতিয়ার রহমান, আহমেদ হোসেন কচি, আনোয়ারুল ইসলাম রনি, আনোয়ার হোসেন মিলন, কামরুল ইসলাম প্রমুখসহ সাধারন কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ বলেন, অভিযোগ থাকলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরায় থাকাকালিন করা উচিত ছিল। এখন এ ধরণের অভিযোগ দলের কোন নেতা কর্মীর বিরুদ্ধে মানায় না।
(আরকে/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)
পাঠকের মতামত:
- কুমিল্লা ও লাকসামে তুমুল যুদ্ধ চলে
- নগরকান্দায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত
- ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের শুরু
- ঝিনাইদহে বেড়েই চলেছে খুনোখুনি, নিরপত্তাহীনতায় জনজীবন
- লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ১০ জেলায় ২শ’ অভয়াশ্রম, জলাশয়ে ফিরছে দেশীয় মাছ
- ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক, পরিবারে মাতম
- ‘লন্ডনে দিল্লিতে, পিন্ডিতে বসে রাজনীতি চলবে না'
- সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার
- চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান ও সংঘদান উৎসবে হাজারো ভক্তের ঢল
- বাগেরহাটে দুস্থ মায়েদের সরকারি চাল দিতে অর্থ আদায়
- গোপালগঞ্জে ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ
- কোটালীপাড়ায় এক মাসে ১৯ অবৈধ ড্রেজার জব্দ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- বিপ্লবী বাঘা যতীন : অরক্ষিত পৈতৃকভিটায় বিস্মৃত এক বিপ্লবী
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- সোনাতলায় কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর বৃত্তিতে ১২'শ ২৭জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
- ‘নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই’
- শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনকে হয়রানি অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে!
- নড়াইল-২ আসনে মনিরুল মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকরা একাট্টা, কঠিন লড়াইয়ের আভাস
- আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ‘ক্ষমতায় গেলে জনগণের সেবক হবো’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- প্রাণ
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








