E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রতি ১০ লাখে আক্রান্তের হারে শীর্ষে কাতার, ৮৯তম বাংলাদেশ

২০২০ জুলাই ০৬ ১৪:৫১:০৭
প্রতি ১০ লাখে আক্রান্তের হারে শীর্ষে কাতার, ৮৯তম বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে সর্বাধিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সবার শীর্ষে এবং ব্রাজিল দ্বিতীয় এটা পুরনো খবর। সম্প্রতি রাশিয়াকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। আকারে বিশাল এ তিনটি দেশের জনসংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যাও প্রচুর। কিন্তু, জনসংখ্যার প্রতি ১০ লাখ মানুষের মধ্যে আক্রান্তের হার তুলনা করলে সেখানে শীর্ষ ১০০-তেও নেই ভারত, যুক্তরাষ্ট্র ১৩তম আর ব্রাজিল থাকছে ১৬তম অবস্থানে।

করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের মধ্যে ১৮তম হলেও প্রতি ১০ লাখে আক্রান্তের হারে এ দেশের অবস্থান ৮৯তম। করোনাভাইরাসের সর্বশেষ তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তালিকা থেকে এ চিত্র উঠে এসেছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, প্রতি ১০ লাখে আক্রান্তের হিসাবে সবার শীর্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ হাজার ৫৪৩ জন।

প্রকৃত তালিকার শীর্ষ ১০-এ সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি, ফ্রেঞ্চ গিয়ানার মতো একাধিক ক্ষুদ্র ইউরোপীয় রাষ্ট্র রয়েছে যেখানে জনসংখ্যা ১০ লাখেরও অনেক নিচে। যেমন- সান ম্যারিনোর জনসংখ্যা ৩৩ হাজারের মতো এবং মোট করোনায় আক্রান্ত ৬৯৮ জন হলেও তুলনামূলক হিসাবে দেশটির ১০ লাখ মানুষের মধ্যে আক্রান্ত দাঁড়াচ্ছে ২০ হাজার ৫৭১ জন।

এ ধরনের দেশ বাদ দিয়ে তালিকা তৈরি করলে সেখানে দ্বিতীয় অবস্থানে আসে বাহরাইনের নাম। দেশটিতে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৬০ জন।

তৃতীয় অবস্থানে থাকা চিলিতে আক্রান্ত হয়েছেন গড়ে ১৫ হাজার ৪৫৮ জন। এরপর যথাক্রমে কুয়েতে ১১ হাজার ৬৯৩ জন, আর্মেনিয়ায় ৯ হাজার ৬৫৩ জন, পেরুতে ৯ হাজার ১৮০ জন, ওমানে ৯ হাজার ৪২ জন, যুক্তরাষ্ট্রে ৯ হাজার ১১ জন, পানামায় ৮ হাজার ৮৪০ জন এবং সিঙ্গাপুরে প্রতি ১০ লাখে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৫৭ জন।

বাংলাদেশে প্রতি ১০ লাখের মধ্যে আক্রান্ত হয়েছেন ৯৮৬ জন।

(ওএস/এসপি/জুলাই ০৬, ২০২০)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test