E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সর্বোচ্চ সংক্রমণের দিনে ভারতে ৯৪৫ মৃত্যু

২০২০ আগস্ট ২২ ১৭:৩৫:০১
সর্বোচ্চ সংক্রমণের দিনে ভারতে ৯৪৫ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড সর্বোচ্চ প্রায় ৭০ হাজার মানুষ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা এখন ৩০ লাখ ছুঁই ছুঁই। এ ছাড়া একই সময়ে দেশটিতে আরও প্রায় এক হাজার করোনা সংক্রমিত মানুষের মৃত্যু হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার রয়টার্স জানিয়েছে, ভাইরাসটির প্রাদুর্ভাব শুরুর পর ভারতে একদিনে এর আগে এত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। এর মধ্যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে শুরু হতে যাচ্ছে ধর্মীয় বড় একটি উৎসব। ফলে বড় জমায়েত নিয়ন্ত্রণে চাপ বাড়ছে কর্তৃপক্ষের ওপর।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৯ হাজার ৮৭৮ জন। টানা চারদিন দৈনিক ৬০ হাজারের বেশি রোগী শনাক্তের পর মোট কোভিড-১৯ পজিটিভ মানুষের সংখ্যা এখন ২৯ লাখ ৭৯ হাজার ৫৬২।

করোনায় শীর্ষ আক্রান্তে দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে থাকা ভারতে এই সময়ে নতুন করে আরও ৯৪৫ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৫৫ হাজার ৭৯৪ জনে; করোনায় সর্বোচ্চ মৃত্যুতে বিশ্বে যা চতুর্থ সর্বোচ্চ।

বিশেষ করে বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত মুম্বাইসহ ভারতের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় ১১ দিনব্যাপী গণেশ পূজা শুরু হচ্ছে। সাধারণত বিশাল জনমাগমের মাধ্যমে তা উদযাপিত হয়। জনসমাগম নিয়ন্ত্রণ করা না গেলে এই সময় ভাইরাসটির সংক্রমণ আরও বাড়তে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

(ওএস/এসপি/আগস্ট ২২, ২০২০)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test