E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২০৬০

২০২০ নভেম্বর ২২ ১৬:৫৫:১৬
করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২০৬০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৮ জন পুরুষ ও নারী ১০ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৮৮ জনে।

রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ে ১১৭টি ল্যাব‌রেট‌রি‌তে ১২ হাজার ৬৬৫টি নমুনা সংগ্রহ ১৩ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৯ হাজার ৭২টি।

এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬০ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ০২ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের পুরুষ ৪ হাজার ৯০৯ জন (৭৬ দশমিক ৮৫ শতাংশ) ও নারী এক হাজার ৪৭৯ জন (২৩ দশমিক শূন্য ১৫ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৮ জনের মধ্যে ১০ বছ‌রের নি‌চে একজন, ত্রিশোর্ধ্ব ৪, চল্লিশোর্ধ্ব ৪, পঞ্চাশোর্ধ্ব ১০ এবং ষাটোর্ধ্ব ১৯ জন র‌য়ে‌ছেন।

বিভাগ অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম ৩, রাজশাহীতে ১, খুলনায় ২, ব‌রিশালে ১, রংপু‌রে ১ এবং ময়মন‌সিংহে ২ জন র‌য়ে‌ছেন।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০২০)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test