E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টানা ৪ সপ্তাহ কমল সংক্রমণ, মহামারি নিয়ন্ত্রণে আসার আভাস

২০২১ ফেব্রুয়ারি ১০ ২২:৪৬:৫৯
টানা ৪ সপ্তাহ কমল সংক্রমণ, মহামারি নিয়ন্ত্রণে আসার আভাস

আন্তর্জাতিক ডেস্ক : টানা চার সপ্তাহ ধরে কমেছে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা। দুই সপ্তাহ ধরে কমেছে মৃতের সংখ্যাও। ফলে বৈশ্বিক এ মহামারি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর সিএনএনের।

সংস্থাটি জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন প্রায় ৮৮ হাজার মানুষ, যা এর আগের সপ্তাহের তুলনায় অন্তত ১০ শতাংশ কম।

এছাড়া গত সপ্তাহে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ লাখের মতো, যা এর আগের সপ্তাহের চেয়ে ১৭ শতাংশ কম এবং ২০২০ সালের ২৬ অক্টোবরের পর থেকে সর্বনিম্ন।

সবশেষ সাপ্তাহিক বিবরণীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আক্রান্তের সংখ্যা যদিও কিছু দেশে বাড়ছে, তবে বৈশ্বিক পর্যায়ে তা যথেষ্ট আশাব্যঞ্জক।

সংস্থাটির হিসাবে, গত সপ্তাহে বিশ্বে সবচেয়ে বেশি (৮ লাখ ৭১ হাজার ৩৬৫ জন) নতুন করোনা রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। তবে সেটিও এর আগের সপ্তাহের তুলনায় অন্তত ১৯ শতাংশ কম।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হতে থাকা দেশগুলোর মধ্যে আরো রয়েছে ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্য। ডব্লিউএইচও জানিয়েছে, এসব দেশেও প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ক্রমেই কমে আসছে।

সংস্থাটির সাপ্তাহিক বিবরণীর তথ্যমতে, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ কমেছে আফ্রিকা অঞ্চলে (২২ শতাংশ), সবচেয়ে কম কমতে দেখা গেছে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে (২ শতাংশ)।

এ সময় বিশ্বজুড়ে শনাক্ত নতুন রোগীদের অর্ধেকের বেশিই পাওয়া গেছে আমেরিকার দেশগুলোতে। গত সপ্তাহে এ অঞ্চলে ১৬ লাখের বেশি নতুন করে আক্রান্ত ও ৪৫ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test