E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কানাডায় করোনার নতুন ধরন ঠেকাতে কঠোর পদক্ষেপ

২০২১ ফেব্রুয়ারি ১৬ ১৫:৪২:০৩
কানাডায় করোনার নতুন ধরন ঠেকাতে কঠোর পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির শুরু থেকেই কানাডার নাগরিকদের সুস্বাস্থ্য এবং এ ভাইরাস প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে চলেছে দেশটির সরকার। টিকা প্রদানের পাশাপাশি বিদেশ থেকে কানাডায় আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এই লক্ষ্যে ফেডারেল সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। চারটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোয়ারেন্টাইনের জন্য হোটেল নির্দিষ্ট করা হয়েছে। করোনার তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কানাডা সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

নতুন পদক্ষেপের আওতায় টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভার এবং ক্যালগেরি- এই চারটি বিমানবন্দরেই কেবল আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে। যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষার তিন দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে অবস্থান করতে হবে। তিন দিনে প্রতি জনের জন্য ন্যূনতম ২ হাজার ডলার করে খরচ হবে বলে ফেডারেল সরকার জানিয়েছে। যাত্রীদের নিজেদের এই অর্থ পরিশোধ করতে হবে।

অন্যদেশ থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সনদ থাকলেও কানাডায় এসে বিমানবন্দরে আবার পরীক্ষা করতে হবে। যারা অন্যদেশে করোনার টিকা নিয়েছে তাদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে বলে দেশটির জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লোয়ার গত রোববার সিবিসির ‘রোজম্যারি বার্টন লাইভ’ অনুষ্ঠানে জানিয়েছেন।

কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, করোনা মহামারির শুরু থেকে জননিরাপত্তা সব সময়ই কানাডা সরকারের প্রাধিকার ছিল। জনস্বার্থেই এবারও সরকার ভ্রমণকে নিরুৎসাহিত করতে, স্বাস্থ্য বিভাগের নির্দেশিত নিয়মকানুন কঠোরতার সাথে অনুসরণ করছে। কানাডার সচেতন জনগোষ্ঠী এমন সিদ্ধান্তকে স্বাগত জানাবে বলেই মনে করি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৬ হাজার ৯২৪ জন। এতে মৃত্যুবরণ করেছেন ২১ হাজার ৩১১ জন এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৯ হাজার ৯২৯ জন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test