E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শনাক্ত ৩০০-এর নিচে, কমল মৃত্যুও

২০২১ মে ১৫ ১৬:২৭:৫২
শনাক্ত ৩০০-এর নিচে, কমল মৃত্যুও

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী পাঁচজন। মৃত ২২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৮ জন ও বেসরকারি হাসপাতালে চারজন মারা যান। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ১২৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৬১ জন। যা গত দুই মাসে সবনিম্ন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৭৯ হাজার ৭৯৬।

শনিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৫৯টি ল্যাবরেটরীতে তিন হাজার ৬৮৭টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ দুই হাজার ২৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হিসেবে রোগী শনাক্ত হার ছয় দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্ত হার ১৩ দশমিক ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা সাত লাখ ২১ হাজার ৪৩৫ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫২ শতাংশ।

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় চল্লিশোর্ধ চারজন, পঞ্চাশোর্ধ ছয়জন এবং ষাটোর্ধ্ব ১২ জন মারা যান। বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে আটজন ও খুলনা বিভাগে একজন মারা যান।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

(ওএস/এসপি/মে ১৫, ২০২১)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test