E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিশ্বে করোনায় আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু

২০২১ জুলাই ০৮ ১০:১৬:১৯
বিশ্বে করোনায় আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনায় আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ লাখ ১৭ হাজার ৬২২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৫৬২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৭ কোটি ৯০ হাজার ২৫১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৬৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ২৪৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৩২ হাজার ৩৯ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৩১৩ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৬১১ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৬৭০ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৭ লাখ ৮ হাজার ৫৭০ জন। মারা গেছেন ৪ লাখ ৫ হাজার ৫৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ৪৬৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test