E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পদ্মা সেতুর বিরোধিতাকারীদের মুখে চুনকালি পড়েছে’

২০২২ জুন ৩০ ০০:৩৩:৫৪
‘পদ্মা সেতুর বিরোধিতাকারীদের মুখে চুনকালি পড়েছে’

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতুর বিরোধিতাকারীদের মুখে চুনকালি পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছিল। এটি সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছে। এটা শুধু সেতু নয়, এটি সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। এটি সত্যিই প্রশংসার দাবি রাখে। এজন্য প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিন্দন জানাই।

বুধবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছে। এখন সবারই মুখে চুনকালি পড়েছে। সবার মুখ বন্ধ হয়েছে।

এসময় তিনি অসুস্থ হয়ে বিদেশে থাকা অবস্থায় খোঁজ নেওয়ায় স্পিকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে সিলেট-সুনামগঞ্জসহ দেশের অন্যান্য এলাকার বানভাসিদের সমস্যার স্থায়ী সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এর আগে প্রায় আট মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত ২৭ জুন দেশে ফেরেন রওশন এরশাদ।

(ওএস/এএস/জুন ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test