E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্নীতলায় সাড়ে ৪ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

২০১৭ সেপ্টেম্বর ২৩ ২০:০৭:৩৯
পত্নীতলায় সাড়ে ৪ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পানিউড়া গ্রামের জনৈক ইছাহাক আলীর প্রায় সাড়ে ৪ বিঘা জমির আমন ধানে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বিন্যা মারা বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি স্বাধন করেছে বলে অভিযোগ রয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে জমির মালিক ইছাহাক আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পানিউড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের পুত্র ইছাহাক আলীর কেনা প্রায় সাড়ে ৪ বিঘা জমিতে লাগানো আমন ধানে শুক্রবার সকাল আনুঃ ৬টার দিকে নরটুলী গ্রামের মৃত মছির উদ্দীনের পুত্র দছির উদ্দীন (৬৫), দছির উদ্দীনের পুত্র খোরশেদ আলম (৪০), মিজানুর রহমান (৩৫), আঃ বারিক (৩৭), মিনাল (৩৩), এবং আমাইড় গ্রামের মৃত মনির উদ্দীনের পুত্র মোকছেদ আলী (৫৫) পূর্ব পরিকল্পিত ভাবে অসৎ উদ্দেশ্যে স্প্রে মেশিন দিয়ে জমিতে লাগানো আমন ধানে বিন্যামারা বিষ প্রয়োগ করে।

এসময় ঘটনাস্থলে মাছ মারতে আসা পানিউড়া গ্রামের ওসমান আলীর পুত্র ওয়াজেদ আলী, কাশেম আলীর পুত্র মোশারফ হোসেন ও মৃত ইউসুফ আলীর পুত্র আব্দুল কুদ্দুস তাদের ওই জমিতে বিষ প্রয়োগ করতে দেখে জমির মালিক ইছাহাক আলীকে মোবাইলে জানায়। খবর পেয়ে ইছাহাক আলী ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দিলে দছির সহ তার লোকজন ইছাহাক আলীর ওপড় চড়াও হয়ে কিলঘুষি মারতে থাকে এবং খুনের হুমকি দেয়। এঘটনায় ইছাহাক আলী বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেছে।

(বিএম/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test