E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় ইয়াবা-চোলাইমদসহ গ্রেফতার ১০

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১৬:৪৯:৪০
মান্দায় ইয়াবা-চোলাইমদসহ গ্রেফতার ১০

নওগাঁ প্রতিনিধি : শারদীয় দূর্গাপুজো সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও চোলাইমদ উদ্ধারসহ ১০ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন মাদক পয়েন্টে রবিবার রাতে ও সোমবার অভিযান চালিয়ে ৫৬ লিটার চোলাইমদ ও ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজা নির্বিগ্ন করতে বিশেষ টিম গঠন করে উপজেলার বিভিন্ন মাদক পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৬ লিটার চোলাইমদ ও ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০ মাদক বিক্রেতাকে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, রবিবার রাতে উপজেলার পাঁজরভাঙ্গা বাজার থেকে ১০ লিটার চোলাইমদসহ লক্ষ্মী রানীকে (৩০) গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আসামি করা হয়েছে তার স্বামী কিশোর কুমার চৌধুরীকে।

এছাড়া হাজী গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিল (৩৮) কে ১০ লিটার চোলাইমদ, সদলপুর গ্রামের নিপুন কুমারকে (২৯) ৫ লিটার, গোলাপী বালাকে (৪৫) ১০ লিটার, বড়মুল্লুক গ্রামের ভুপেন চন্দ্রকে (৫০) ১৫ লিটার ও সোনাপুর গ্রামের আশরাফুল ইসলামকে (৫০) ৬ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের ইমরান হোসেন বাবু (৩৩) ও আমিনুল ইসলামকে (২৭) ৯৫ পিচ এবং দক্ষিণ চকবালু গ্রামের রুবেল হোসেনকে (২২) ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও এক গ্রাম হেরোইনসহ কালীসফা গ্রামের বাবুকে ও সেবনকারী হিসেবে মিরপুর মিছুপাড়া গ্রামের সাইদুর রহমানকে গ্রেফতারের পর মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আনিসুর রহমান আরো জানান, বিজয়া দশমী পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test