E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ৭২৫ দুর্গা মন্ডপে পুলিশের সঙ্গে ৩ হাজার ৯৫৬ আনসার-ভিডিপি

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১৬:৫২:১৪
নওগাঁয় ৭২৫ দুর্গা মন্ডপে পুলিশের সঙ্গে ৩ হাজার ৯৫৬ আনসার-ভিডিপি

নওগাঁ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য নওগাঁ জেলার ৭২৫ মন্ডপে ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পুলিশের পাশাপাশি উল্লেখিত মন্ডপগুলোতে ৩ হাজার ৯৫৬ জন আনসার-ভিডিপি নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে ১ হাজার ৬৩০ জন পুরুষ আনসার, ১ হাজার ৪৪৪ জন নারী আনসার, ১৬১ জন পিসি ও ৭২২ জন এপিসি থাকছেন। জেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কমান্ডার ও সদর উপজেলা কর্মকর্তা মুহাঃ আব্দুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, জেলার গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে আনসার-ভিডিপির সদস্যদের সঙ্গে পুলিশ সদস্য থাকছে। এছাড়া গুরুত্বপূর্ণ মন্ডপে সিসি ক্যামেরার পাশাপাশি সাদা পোষাকে ও পোষাকধারী পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও র‌্যাবের টহল থাকছে।

এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদ থেকে প্রতিটি মন্ডপে পূজা কমিটির উদ্যোগে গঠন করা নিজস্ব স্বেচ্ছাসেবীদের কার্ড দেয়া হয়েছে। এসব স্বেচ্ছাসেবী দল সর্বদা পুজো মন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের সহায়তা করবে।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test