E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় গৃহিনীদের মাঝে ২৪ লাখ টাকার ঋণ বিতরণ

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১৬:৫৩:৫২
নওগাঁয় গৃহিনীদের মাঝে ২৪ লাখ টাকার ঋণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি : সোমবার নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর উপজেলায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ‘দারিদ্রমুক্তি’ ঋন প্রকল্পের আওতায় শতকরা ৫ টাকা সরল সুদে বকনা বাছুর ক্রয়ের জন্য গৃহিনীদের মাঝে ঋন বিতরন করা হয়। বর্তমান সরকারের আর্থ সামাজিক উন্নয়ন কল্পে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ হিসেবে ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হকের নির্দেশনা অনুযায়ী এই ঋন বিতরন প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এদিকে সোমবার বেলা ১১টায় বদলগাছি ও মহাদেবপুর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্ত্তৃপক্ষের সহযোগিতায় ৩ হাজার গৃহিনীদের মাঝে ঋণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বদলগাছি উপজেলা সদরে এবং দুপুর সাড়ে ১২টায় মহাদেবপুর উপজেলা সদরে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এই কর্মসূচীর আনুষ্ঠানিকউদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্ত্তৃপক্ষের চেয়ারম্যান সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী।

ন্যাশনাল ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস, ন্যাশনাল ব্যাংক রাজশাহী অঞ্চলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ আলী হায়দার মর্তূজা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্ত্তৃপক্ষ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল হক, বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ আলী বেগ প্রমুখ । এ দু’টি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে বদলগাছি উপজেলায় ২৬ জন এবং মহাদেবপুর উপজেলায় ২২ জন গৃহিনীর মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকা ঋনের টোকেন বিতরন করা হয়।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)





পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test