E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে মাদ্রাসা সভাপতির অপসারন দাবি

২০১৭ সেপ্টেম্বর ২৭ ১৭:২০:২৫
গোবিন্দগঞ্জে মাদ্রাসা সভাপতির অপসারন দাবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছোট নারিচাগাড়ি হাম্মিাদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুল গনি সরকার কর্তৃক মাদ্রাসার অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে এবং অপসারনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে মাদ্রাসার সামনের সড়কে প্রতিষ্ঠানের গভর্নিং বডির অন্যান্য সদস্য, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট নারিচাগাড়ি হাম্মিদিয়া ফাজিল মাদ্রাসাটি ১৯৪১ সালে প্রতিষ্ঠাহয়। মাদ্রাসায় এবতেদায়ি, ফাজিল, আলিমসহ ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ৫ শতাধিক ছাত্র-ছাত্রী পড়াশুনা করে। শিক্ষক- কর্মচারী রয়েছেন ২৭জন।

২০০৯ সালে আব্দুল গণি সরকার মাদ্রাসার সভাপতি হিসেবে স্থানীয় এমপির ডিও লেটারে নিযুক্ত হন। কিন্ত আব্দুল গণি সরকার মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে মাদ্রাসার আশানুরুপ উন্নতি হয়নি। বরং সভাপতি আব্দুল গনি সরকার দীর্ঘ ৯ বছওে মাদ্রাসার পুরাতন দরজা জানালা, বটগাছ, আমগাছ, ধান বিক্রয়, জমি বন্ধকিরন টাকা, মাদ্রাসার এফডিআর ভাঙ্গানো সহ ২১ জন শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রায় ২ কোটি ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে মানববন্ধনে অভিভাবক ও বক্তাগণ অভিযোগ করেন।

বক্তাগণ মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি দুর্নীতিবাজ আব্দুল গণি সরকারের দুনীতির তদন্ত, শিক্ষক-কর্মচারী নিযোগের টাকা ফেরতসহ অপসারনের দাবি জানায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবসীর পক্ষে সাবেক ইউপি সদস্য মোঃ ছামছুল ইসলাম প্রধান, গভনির্ং বডিরস হ-সভাপতি আব্দুল হান্নান, সদস্য আব্দুর রউফ প্রমুখ।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test