E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় শাল্যোবিল লালপতাকা উড়িয়ে দখল, চলছে পাহারা

২০১৭ অক্টোবর ০৪ ১৭:৩৫:০১
মান্দায় শাল্যোবিল লালপতাকা উড়িয়ে দখল, চলছে পাহারা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শালদহ মৌজার উন্মুক্ত জলমহাল শাল্যোবিল জবরদখলের অভিযোগ উঠেছে। ৩৬ একর আয়তনের এ বিলটি দখল করে নিয়েছেন রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান।

তিনি বিলটিতে লালপতাকা উড়িয়ে মোতায়েন করেছেন লাঠিয়াল বাহিনী। ঘটনায় স্থানীয় মৎসীজীবীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে উপজেলা প্রশাসন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, বংশপরম্পরায় তারা উন্মুক্ত শাল্যোবিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছেন। শালদহ, পলাশবাড়ী ও ভারশোঁ গ্রামের তিন শতাধিক মৎস্যজীবী পরিবারের আয়ের একমাত্র উৎস উন্মক্ত এ জলাশয়।

সম্প্রতি কামারগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান রাতারাতি বিলটিতে লালপতাকা উড়িয়ে লাঠিয়াল বাহিনী মোতায়েন করে। এ ঘটনার পর থেকে মৎস্যজীবীরা বিলে আর মাছ শিকার করতে পারছে না। নিরুপায় হয়ে মৎস্যজীবীরা গত ২৮ সেপ্টেম্বর প্রভাবশালী আব্দুল মান্নানের পাহারাঘর ভেঙ্গে ও লালপতাকা সরিয়ে বিলে মাছ শিকারের চেষ্টা করে। এ সময় আব্দুল মান্নান লাঠিয়াল বাহিনী বিলে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শালদহ মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র প্রামানিক জানান, প্রভাবশালী আব্দুল মান্নান গত সোমবার বিলটিতে পাহারাঘর তৈরি ও লালপতাকা উড়িয়ে আবারও দখল করে নিয়েছেন। বিলে সার্বÿনিক পাহারা দিচ্ছেন তার অনুগত লাঠিয়াল বাহিনী। এতে করে মৎস্যজীবীরা বিলে মাছ শিকার করতে পারছে না। উন্মুক্ত এ জলমহালটি বেদখল হলে তিন গ্রামের অন্তত তিনশতাধিক মৎস্যজীবী পরিবার কর্মহীন হয়ে পড়বে। বন্ধ হয়ে যাবে তাদের আয়ের একমাত্র উৎস। এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ২৫ সেপ্টেম্বর তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরো বলেন, ২০১৫ সালে বিলটির দখল নিয়েছিলেন আব্দুল মান্নান ও তার সাঙ্গ-পাঙ্গরা। সেসময় তাদের সঙ্গে মৎস্যজীবীদের কয়েকদফা সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় বিলের দখল থেকে সরে দাঁড়ান আব্দুল মান্নান।

তবে আব্দুল মান্নান দাবি করে আসছেন তিনি মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহার নিকট থেকে ডকুমেন্টারি পত্তন গ্রহণ করেছেন। কিন্তু চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা বিলটি হস্তান্তর করার কথা অস্বীকার করে যাচ্ছেন। বিলটি লিজ দেয়ার একতিয়ার রাখেন না বলেও স্বীকার করেন তিনি।

থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, বিল নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।

ইউএনও মোঃ মোঃ নুরুজ্জামান জানান, শালদহ মৌজায় ৩৫ দশমিক ২৬ একর আয়তনের শাল্যোবিলটি একটি উন্মুক্ত জলাশয়। স্থানীয় মৎস্যজীবীদের স্বার্থে এটি উন্মুক্ত রাখা হয়েছে। বিলটি কেউ এককভাবে দখলে নিয়ে মাছ শিকার করতে পারেন না। চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা কিভাবে বিলটি বিতর্কিত ব্যক্তি আব্দুল মান্নানকে লিখে দিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ইউএনও বলেন, এ বিষয়ে শিঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

(বিএম/এসপি/অক্টোবর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test