E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিজ অর্থে বৃক্ষচারা বিতরণ

২০১৭ অক্টোবর ০৫ ১৬:৩৩:০০
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিজ অর্থে বৃক্ষচারা বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে এসএসসি ব্যাচ ২০১৭ এর একদল শিক্ষার্থী নিজেদের অর্থে কেনা ফলদ, বনজসহ ওষুধি গাছের চারা গতকাল বৃহস্পতিবার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠানে বিতরণ করেছে।

‘বৃক্ষরোপণ করবে হ্রাস, ঝড়-ঝঞ্ঝা জলোচ্ছ্বাস’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে থানা চত্বরে আয়োজিত বৃক্ষচারা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করে শিক্ষার্থী প্লাবন শুভ।

এতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষচারা বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব।

এ সময় নিজেদের অর্থে বৃক্ষচারা কিনে বিতরণের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে আবির ইসলাম আনাস, মেহেদী হাসান, আকাশ জোয়ার্দ্দার, শামীমা নাহিদ, তাজিম অর্থী, মুন্না সরকার, লাবিদ হাসান লিয়ন প্রমুখ।

বিতরণ শেষে শিক্ষার্থীরা থানা চত্বরে লাগানোর জন্য থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীবের হাতে ১৫টি বৃক্ষচারা তুলে দেয়।

এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব শিক্ষার্থীদের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।

(এসিজি/এসপি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test