E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তথ্য বাতায়ন অ্যাপস তৈরি করেছে শেরপুর কালেক্টরেটের আইসিটি শাখা

২০১৪ জুন ৩০ ১৭:৪৫:১৫
তথ্য বাতায়ন অ্যাপস তৈরি করেছে শেরপুর কালেক্টরেটের আইসিটি শাখা

শেরপুর প্রতিনিধি : সরকারি তথ্য বাতায়নের মোবাইলে ব্রাউজ করার উপযোগী ওয়াপ ভার্সন এখনও তৈরি করা হয়নি। তাই মোবাইল থেকে ব্রাউজ করলে সাধারনত ব্যানার পরিবর্তন হয়না। ড্রপ ডাউন মেন্যু ক্লিক করলে ২য় ও ৩য় লেভেল মেন্যু ওপেন হয়না।

এ সমস্যা থেকে উত্তরনের জন্য তাই ওয়াপ ভার্সন তৈরি না হওয়া পর্যন্ত অ্যান্ড্রয়েড মোবাইল থেকে সহজে ব্রাউজ করার জন্য ‘তথ্য বাতায়ন অ্যাপস’ তৈরী করেছে শেরপুর কালেক্টরেটের আইসিটি শাখা।

অ্যাপসটি পেতে www.sherpur.gov.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে। শেরপুর কালেক্টরেটের আইসিটি শাখার সহকারী কমিশনার মো. ফওজুল কবির ‘তথ্য বাতায়ন অ্যাপসটির’ সহজ ব্যবহার বিধি উল্লেখ করে জানান, মোবাইলে 'Auto Rotate Screen' এনাবল রাখতে হবে। কারণ ল্যান্ডস্কেপ মোডে পোর্টাল ব্যবহার করলে সব ট্যাবে অ্যাকসেস সহজসাধ্য হবে। এই অ্যাপের মাধ্যমে ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-ঢাকা বিভাগ--চট্টগ্রাম বিভাগ--রাজশাহী বিভাগ--শেরপুর জেলা--নরসিংদী জেলা--গাজীপুর জেলা-- শরিয়তপুর জেলা----’ এভাবে নেভিগেশন বার ব্যবহার করে সব জেলা, উপজেলা ও ইউনিয়নের পের্টালে ঢোকা যাবে।

(ওএস/এটিআর/জুন ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test