E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নদীতে ঝাঁপ দিয়ে মুক্তি পেলেন শ্রমিক সর্দার

২০১৪ জুন ৩০ ১৯:৪৬:৫৫
নদীতে ঝাঁপ দিয়ে মুক্তি পেলেন শ্রমিক সর্দার

সাতক্ষীরা প্রতিনিধি : মুক্তিপণের দাবিতে বনদস্যুদের হাতে অপহৃত শ্রমিক সর্দার বেলাল হোসেন নদীতে লাফিয়ে পড়ে মুক্তি পেয়েছেন। একই সময়ে নিহার আলী শেখ (৪৫) নামে বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা এলাকায় কপোতাক্ষ নদে লাফিয়ে পড়ে মুক্তি পান যশোর জেলার শ্রমিক সর্দার বেলাল হোসেন।

এদিকে, আটক নিহার আলী খুলনার কয়রা থানার ভান্ডারপোল গ্রামের আবেশ আলী শেখের ছেলে ও সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আলীম বাহিনীর সদস্য বলে জানা গেছে।

আশাশুনি থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, রোরবার সকালে খুলনা থেকে লঞ্চে উঠে ভাটা শ্রমিকদের টাকা দিতে বেলাল হোসেন খাজরা এলাকায় আসছিলেন। ওই দিন দুপুর আড়াইটার দিকে তিনি দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন বটবুনিয়া থেকে বনদস্যুরা তাকে অপহরণ করে।

মুক্তিপণ হিসেবে তার কাছে চার লাখ টাকা দাবি করা হয়। মোবাইল ফোনে টাকার কথা বেলালের বাড়িতেও জানানো হয়।

এদিকে, বনদস্যুদের ব্যবহৃত ট্রলারে ডিজেল কমে যাওয়ায় সোমবার সকাল ১০টার দিকে ট্রলার থামিয়ে বনদস্যু নিহার শেখ ডিজেল আনতে খাজরা বাজারে যান। কিছুক্ষণ পর সূযোগ বুঝে বেলাল হোসেন কপোতাক্ষ নদে লাফিয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে দস্যুবাহী ট্রলারটি পালিয়ে যায়।

এসময় স্থানীয় জনতা বেলাল হোসেনকে উদ্ধার ও বাজার থেকে বনদস্যু নিহারকে আটক করে আশাশুনি থানা পুলিশকে খবর দেয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনাটি নিশ্চিত করে বলেন, বেলাল হোসেন বাদি হয়ে সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন।

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test