E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আদিবাসী প্রতিবন্ধি কিশোর ২ সপ্তাহ ধরে নিখোঁজ

২০১৭ অক্টোবর ০৭ ১৭:৩৭:২৫
নওগাঁয় আদিবাসী প্রতিবন্ধি কিশোর ২ সপ্তাহ ধরে নিখোঁজ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউপির চক-গোবিন্দ (ডাঙ্গাপাড়া) গ্রামের আদিবাসী প্রতিবন্ধি এক কিশোর গত দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তার কোন সন্ধান না পেয়ে মা-বাবাসহ পরিবারের লোকজন চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

জানা গেছে, ওই গ্রামের আদিবাসী সিমন হাঁসদার প্রতিবন্ধি পুত্র রতন হাঁসদা (১৪) গত ২২ সেপ্টেম্বর (শুক্রবার) বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজা-খুঁজির পরেও না পেয়ে রতনের বাবা সিমন হাঁসদা বৃহষ্পতিবার (৫ অক্টোবর) পত্নীতলা থানায় একটি জিডি করেছেন।

নিখোঁজ রতনের বাবা সিমন হাঁসদা জানান, তার প্রতিবন্ধি ছেলে রতনের উচ্চতা আনুঃ ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাঝারী স্বাস্থ্যের। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ চেক লুঙ্গি, গায়ে ফুল শার্ট। মাথা ন্যাড়া করা। রতন শুধু তার নাম বলতে পারে ঠিকানা বলতে পারেনা। সে বাম হাতে খাওয়া-দাওয়া করে।

কোন স্ব-হৃদয়ব্যক্তি তার সন্ধান পেলে তার বাবা সিমন হাঁসদা- ০১৭৫৩০৬৭৩৪৭, অথবা প্রতিবেশী নরেশ হেমব্রম- ০১৭৪৮১৬৩৪৭৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।


(বিএম/এসপি/অক্টোবর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test