E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে সড়কে গভীর খাদ, দুর্ভোগ চরমে

২০১৭ অক্টোবর ১০ ১৬:১২:৩৩
গোবিন্দগঞ্জে সড়কে গভীর খাদ, দুর্ভোগ চরমে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর এবং গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের সংযোগ স্থল থানা চারমাথা মোড়ে ড্রেন ভেঙ্গে সড়কে গভীর খাদের সৃষ্টি হয়ে ডোবায় পরিনত হয়েছে। দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বেহাল দশা এ সড়ক চলাচলের অযোগ্য হলেও সড়ক ও জনপথ কর্তৃপক্ষ নির্বিকার । ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেপথচারি সহ বিভিন্ন যানবাহন চালকরা।

অপরদিকে সড়ক ও জনপথ বিভাগ, পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ(এলজিইডি) ওই স্থানটি তাদের আওতায় নয় বলে পৃথক পৃথক ভাবে জানিয়েছেন। ফলে দুর্ভোগের সৃষ্টি হওয়া স্থানটি বেওয়ারীশ হয়ে পরেছে।

সড়ক ও জনপথ বিভাগ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুদ জামান মোবাইল ফোনে বলেন, দুর্ভোগের সৃষ্টি হওয়া স্থানটির দেখভালের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের নয়। তাহলে দায়িত্ব কার প্রশ্নের জবাবে বলেন, স্থানটি পৌরসভার মধ্যে আর মহিমাগঞ্জ সড়কটি এলজিইডি’র এখন দায় কার তা বলতে পারবো না।

গোবিন্দগঞ্জ পৌরসভার প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া বলেছেন, মহাসড়ক ও মহাসড়কের পাশে ড্রেন দুটোই সড়ক ও জনপথ বিভাগের আর মহিমাগঞ্জ সড়ক এলজিইডি’র বিধায় ওই স্থান পৌর কর্তৃপক্ষের আওতায় নয়।

পৌর মেয়র আতাউর রহমান সরকার বলেন, সড়ক ও ড্রেন পৌরসভার আওতায় নয়, তার পরেও জন দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আপদকালীন হিসেবে পৌরসভার পক্ষ থেকে ড্রেন ভেঙ্গে যাওয়া দুটি স্লাব প্রতিস্থাপন করা হয়েছে এবং পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত ওই ড্রেন পরিস্কার করে। সড়ক ও জনপথ বিভাগের জায়গায় পৌর কর্তৃপক্ষের কোন নির্মান বা সংস্কার করার সুযোগ নেই। সড়ক ও জনপথ
বিভাগ ড্রেনটি পৌরসভার নিকট হস্তান্তর করলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ(এলজিইডি) গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী ছাবের আলী বলেন, রাস্তা এলজিইডি নির্মান করলেও পরবর্তীতে পৌর এলাকার মধ্যে রাস্তাসমূহ পৌরসভার নিকট হস্তান্তর করা হয়েছে। বিধায় পৌর এলাকার কোন রাস্তা বা ড্রেনের দেখভালের দায়িত্ব এলজিইডির নয়।

এদিকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার মাসুল দিচ্ছে ওই পথ গিয়ে চলাচলকারী জনসাধারণ ও পরিবহন চালকরা। প্রতিদিন কয়েকটি গাড়ি বিকল হচ্ছে ওই জায়গায়।

পাশ্ববর্তী হক ম্যানসনের চাকুরিরত আলিম জানান, বরিবার সন্ধ্যায় পূর্ব মুহুর্তে মহিমাগঞ্জ অভিমুখে যাওয়ার পথে একটি লোড ট্রাক ভাঙ্গা জায়গায় ড্রেনের স্লাবের লোহা ঢুকে বিকট শব্দে চাকা ফেটে যায়। এতে প্রায় ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

টিএন্ডটি মোড়ের রিক্সাচালক আইনুল জানান, এই পথ দিয়ে রিক্সা নিয়ে যাওয়া যায় না। গেলে রিক্সার চাকা ফেটে যায় এবং রিক্সা দুলতে থাকে।

পাশ্ববর্তী জাওয়াদ প্লাজার ব্যবসায়ী লাল মিয়া জানায়, সব সময় এখানে পানি থাকে। কোন গাড়ি দ্রুত পার হতে থাকলে পানি ছিটে দোকানের ভিতর ঢুকে পরে মালামাল নষ্ট হয়ে যায়। ড্রেনের এই অবস্থা হওয়ার পর থেকে তাদের ব্যবসা অনেক কমে গেছে। সাথে পঁচা পানির তীব্র গন্ধে দোকানে বসে থাকা দায় হয়ে গেছে।

(এসআরডি/এসপি/অক্টোবর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test