E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার পৌরসভা উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০১৭ অক্টোবর ১০ ১৭:৫৩:১৫
মৌলভীবাজার পৌরসভা উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের গৌরব আর ঐতিহ্যের ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে স্কুলটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে স্কুল ক্যাম্পাস থেকে বর্ণ্যাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল কবির, স্কুলের ক্রিড়া শিক্ষক স,ব,ম দানিয়েল, পূর্ণমিলনী উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাবেক ছাত্রনেতা আসিক মোশাররফ, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, যুক্তরাজ্যের জনপ্রিয় কমিউনিটি নেতা মকিস মনসুর আহমেদ, মাহবুব ইজদানী ইমরান,ব্যবসায়ী ইফতেখার আহমদ, আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমদ, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জল, মারুফ আহমদ, সাপ্তাহিক মনুবার্তার সম্পাদক মোঃ জসিম উদ্দিন, পৌরসভার কাউন্সিলার আনিছুজ্জামান বায়েছ ও ব্যবসায়ী আব্দুর রহিম রিপন প্রমুখ।

উল্লেখ্য, আগামী বছরের ৬ জানুয়ারী দিনব্যাপী ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটির গৌরবোজ্জল ৪০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যেদিয়ে উদযাপন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

(একে/এসপি/অক্টোবর ১০, ২০১৭)






পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test