E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে হরতালে মাঠে নেই জামাত

২০১৭ অক্টোবর ১২ ১৩:৫৮:৫৯
মৌলভীবাজারে হরতালে মাঠে নেই জামাত

মৌলভীবাজার প্রতিনিধি : দলের আমির ও সেক্রেটারী সহ শীর্ষ পর্যায়ের আট থেকে নয়জন নেতাকে আটকের প্রতিবাদে সারা দেশে পালিত হচ্ছে জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী। গণমাধ্যমে পাঠানো জামাতের হরতাল কর্মসূচীকে সর্বাত্মক পালনের ঘোষনা দেয়া হলেও মৌলভীবাজার শহরের কোথাও নেই তার ছিঁটেফুটো । হরতালের ডাক দিয়ে জেলা শহরের মাঠেও নেই জামাত-শিবিরের নেতাকর্মীরা।

হরতালে আগের দিন সকালে জামাত-শিবির শহরের সাইফুর রহমান সড়কে হরতালকে স্বাগত জানিয়ে বিক্ষোভ মিছিলের চেষ্ঠা চালালে তা পন্ড করে দেয় পুলিশ, সেই সাথে সেখান থেকে দুই শিবির কর্মীকে আটক করে নিয়ে যায়। সর্বাত্মক হরতাল পালনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জামাত নিয়ন্ত্রিত বাশের কেল্লা সহ জামাত-শিবিরের বিভিন্ন পেইজ ঘুরে দেখা যায় বৃহস্পতিবারের হরতালকে সর্বাত্মক পালনের জন্য ব্যাপক প্রচারনা চালাতে।

হরতালকে কেন্দ্র করে শহরে কোন সহিংস কর্মসূচী পালন করেনি দলটি। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে শহরের প্রতিটি ব্যস্থ সড়কে গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে সকল প্রকার যানচলাচল সাভাবিক পর্যায়ে রয়েছে। হরতালে সহিংস কর্মসূচী ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকতে দেখা গেছে। দূরপাল্লার বাস,ট্রাক ও মালবাহী কার্গো চলাচলও করেনি, মৌলভীবাজার শহর থেকে গন্তব্য স্থানের উদ্দেশে ছেড়ে যায়নি । দুই একটি ব্যাবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অধিকাংশ ব্যাবসা প্রতিষ্ঠান ছিল খোলা, তবে ক্রয়/বিক্রয় অন্যান্য দিনের তুলনায় ছিল একটু কম।

হরতালে সকাল থেকে শহরের ব্যাংক পাড়ায় লেনদেন ছিল সাভাবিক। মৌলভীবাজার শহরের পূবালী ব্যাংক এর ম্যানেজার মনিরুল ইসলাম জানান, হরতালে আমাদের ব্যাংকের কার্যক্রম অন্যান্য দিনের মত সাভাবিক রয়েছে , গ্রাহকরা আসছেন লেনদেনও হচ্ছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, জামাতের ডাকা হরতালে শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক পর্যায়ে রয়েছে, কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

(একে/এসপি/অক্টোবর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test