E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়র পদ ঘিরে ঘোলা হচ্ছে খুলনা আ.লীগের রাজনীতি

২০১৭ অক্টোবর ১৩ ১৫:০৮:০১
মেয়র পদ ঘিরে ঘোলা হচ্ছে খুলনা আ.লীগের রাজনীতি

খুলনা প্রতিনিধি : জাতীয় নির্বাচন নয়, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়েই খুলনা আওয়ামী লীগের রাজনীতি বেশী ঘোলাটে হতে শুরু করেছে। এর শেষ কিভাবে হবে তা বলতে পারছেন না কেউ। মূলত সিটি মেয়রের চেয়ার নিয়েই মূল দলের থানা পর্যায়ের এক নেতা মূলদল ও সহযোগী দলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে জিডি করেছেন বলে মনে করছেন সাধারণ নেতা কর্মীরা। সে কারণেই খুলনায় আওয়ামী রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে।

খুলনা সিটি মেয়র পদটি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় না থাকায় এক প্রবীণ নেতা সিটি নির্বাচন নিয়ে খুব আগ্রহী না হওয়ায় অপেক্ষাকৃত নবীণ নেতারা এই পদের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তাতেই শুরু হয়েছে যত বিপত্তি।

খুলনা সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক বিএনপি প্রার্থী মো. মনিরুজ্জামান মনির কাছে পরাজিত হন। এর আগে দীর্ঘ প্রায় ১৫ বছর দখলে রেখেছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম অ্যাড. শেখ তৈয়েবুর রহমান।

বর্তমানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হতে চাইছেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাড. সরদার আনিসুর রহমান পপল এবং সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম।

দলীয় নেতাকর্মীরা জানান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের পদটি এক সময় প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছে। কিন্তু বর্তমানে সেই মর্যাদা না থাকায় তালুকদার আব্দুল খালেক এখন এই পদ নিয়ে খুব বেশি আগ্রহী নন। একইসঙ্গে বাগেরহাট-৩ আসনটিও তিনি ধরে রাখতে চাইছেন। তবে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলেন তাহলে তালুকদার খালেক খুলনা সিটি মেয়রের পদে নির্বাচন করবেন বলে সূত্র নিশ্চিত করেছে। আর তা না হলে এই দুই নবীন নেতার ভাগ্যে জুটতে পারে মেয়র পদের মনোনয়ন।

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাড. সরদার আনিসুর রহমান পপলু বলেন, এবারও দলের মাধ্যমে আমি খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে নির্বাচন করতে পারতাম। কিন্তু দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শ করেই আমি এবার সরে দাঁড়িয়েছি। লক্ষ্য হলো খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করা। আমি আশাবাদী যে দল থেকে মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনয়ন পাব।

অপরদিকে অ্যাড. সাইফুল ইসলাম বলেন, খুলনা চেম্বার অব কর্মাসের মাধ্যমে খুলনার ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থেকেছি। তাদের অধিকার আদায়ে আন্দোলন করেছি। যা চেম্বারের অন্য নেতারা করেননি। আর এই কারণেই চেম্বারের নেতাদের বিরাগভাজন হয়েছি। এখন তারাই নৌ পরিবহণ মালিক গ্রুপ দখল নেয়ার চেষ্টায় আছেন। আমিও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। দলের কাছে মেয়র পদের জন্য মনোনয়ন চাইব।

তবে অ্যাড. সাইফুল ইসলামের সাধারণ ডায়েরি করার পরিপ্রেক্ষিতে দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানান।

দলের খুলনা মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি বলেন, সাইফুল জিডি করার আগে আমাদের জানালে আমরা দলীয়ভাবে বিষয়টি মিমাংশা করতে পারতাম। তবে সে তা করেনি। তবুও আমরা দলীয়ভাবে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করছি।

(ওএস/এসপি/অক্টোবর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test