E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমন জারির টাকা পরিশোধ না করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

২০১৭ অক্টোবর ১৪ ১৫:৩২:২৯
সমন জারির টাকা পরিশোধ না করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপার ডাকুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তপন চন্দ্র রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা হওয়ায় সমন জারি করেছে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালত।

মামলা সূত্রে জানা যায়, মতিলাল রায়ের পুত্র তপন চন্দ্র রায় গলাচিপা উপজেলা বে-সরকারী শিক্ষক কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের একজন সদস্য। সদস্য নং ১১১। তিনি গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডে বনানী রোডের বাসিন্দা। তার ঋণ আবেদনের প্রেক্ষিতে সমিতির কর্তৃপক্ষ ২০১৪ সালের ৩০শে সেপ্টেম্বর ২লক্ষ টাকা প্রদান করেন। ঋণ গ্রহনের সময় তার স্ত্রী উদয়ন সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধবী রানী উপস্থিত ছিলেন। সামান্য কিছু টাকা পরিশোধ করলেও ১লক্ষ ৯০হাজার ৩শত টাকা তার কাছে পাওনা রয়েছে। তিনি টাকা পরিশোধ না করে নানা প্রতারণার আশ্রয় নেয়। এ ব্যাপারে তিনি ২০১৭সালের ৩ আগস্ট সোনালী ব্যাংকের বিটি-২৫২ এর বিপরীতে একটি চেক প্রদান করেন। ঐ চেকটি ৮ই আগস্ট সোনালী ব্যাংক কর্তৃক ডিস অর্নার হয়। সমিতির কর্তৃপক্ষ তপন চন্দ্র রায়ের কাছে ২৭শে আগস্ট উকিল নোটিশ পাঠান। এরপরও তিনি টাকা পরিশোধ না করায় সমিতির সম্পাদক ও প্রভাষক হারুন অর রশিদ বাদী হয়ে তপন চন্দ্র রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।



(এসডি/এসপি/অক্টোবর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test