E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃষ্টিতে ভেসে গেছে পুকুর, মাছের ঘের-সবজি ক্ষেত

২০১৭ অক্টোবর ২১ ১৫:১৯:০৭
বৃষ্টিতে ভেসে গেছে পুকুর, মাছের ঘের-সবজি ক্ষেত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : নিম্নচাপে সৃস্ট মেঘমালায় শনিবার থেকে  টানা ভারী বর্ষণে পটুয়াখালীর বাউফলের চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণের সঙ্গে  বায়ু তাড়িৎ স্বাভাবিকের চেয়ে ১-২ ফুট উচ্চতার জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কয়েকশ' পুকুর, মাছের ঘের, সবজি খামারসহ থোর আসা আমনের ক্ষেত। জনজীবন হয়েছে নাকাল। ঝড়োবাতাসে ক্ষতিগ্রস্থ হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পৌর সদরসহ বিভিন্ন এলাকা।

মমিনপুর গ্রামের সবজি চাষি কাদের ডাক্তার ও দক্ষিন সুলতানাবাদের সাইফুল মোল্লা জানান, করলা, শিম, লালশাক, শসাসহ মাচায় বেয়ে ওঠা আগাম জাতের সবজির অপুরণীয় ক্ষতি হয়েছে। বর্ষা কিছুটা কমে আসলে বিভিন্ন এলাকার সবজি চাষিরা এসময়ে আগাম জাতের সবজির চাষ শুরু করে। হঠাৎ নিম্নচাপের কারণে ভারী বর্ষণে লন্ডভন্ড হয়েছে অনেকের সবজি ক্ষেত। তলিয়ে গেছে পুকুর ও মাছের ঘের।

বীরপাশা গ্রামের কৃষক খলিলুর রহমান জানান, ঝড়োবাতাসে আর পানিতে তলিয়ে চর ও বিল এলাকার সবেমাত্র থোর আসা আমনের ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

(এমএবি/এসপি/অক্টোবর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test