E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় জামায়াতের ৪ নেতা-কর্মী আটক

২০১৭ অক্টোবর ২২ ১৪:১২:১৪
সাতক্ষীরায় জামায়াতের ৪ নেতা-কর্মী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : গোপন বৈঠক করার সময় জামায়াতের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ১৯ টি জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, রেজিষ্ট্রার খাতা ও বিভিন্ন খাতাপত্র উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রাম থেকে এসব আটক ও উদ্ধারের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের মৃত জনাব আলির ছেলে উপজেলা জামায়াতের কোষধ্যাক্ষ আফছার উদ্দিন, বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের নজর উদ্দিন গাজীর ছেলে নজরুল গাজী, বাটরা গ্রামের বাবর আলী সরদারের ছেলে ইসমাইল সরদার ও শ্রীউলা গ্রামের এমদাদ আলীর ছেলে আব্দুর রহমান।

আশাশুনি থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ শ্রীউলা গ্রামের আফছার উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা সেখানে গোপন বৈঠক করছিল। পুলিশের উপস্থিতি টের অনেকেই পালিয়ে যায়। এরপর সেখান থেকে চার জামায়াত নেতা-কর্মীকে আটক করা হয়। এবং সেখান থেকে জিহাদি বই লিফলেট রেজিষ্ট্রার খাতা উদ্ধার করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুল ইসলাম শহীদ জানান, এ ঘটনায় উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বাদি হয়ে গ্রেফতারকৃত চারজনসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫/৩০জনের বিরুদ্ধে রোববার থানায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে মামলা(১৫নং) দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাণ্ড আবেদন জানানো হবে।


(আরকে/এসপি/অক্টোবর ২২, ২০১৭)



পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test