E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে সড়ক শ্রমিকদের ইউনিয়ন নির্বাচন দাবি

২০১৭ অক্টোবর ২৫ ১৯:৪৩:০৭
গোবিন্দগঞ্জে সড়ক শ্রমিকদের ইউনিয়ন নির্বাচন দাবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জস্থ গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ৪১৫) এর নির্বাচনের দাবীতে সংবাদ  সম্মেলন করেছে সংগঠনের শ্রমিকরা।

গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শাখা সংগঠন মাইক্রোবাস শাখার আয়োজনে আজ (বুধবার) সকালে নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাইক্রোবাস শাখার সভাপতি সাইফুর রহমান।

লিখিত বক্তব্যে শ্রমিকরা অভিযোগ করেন, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ৪১৫) কার্যনির্বাহী কমিটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২১/১২/২০১৩ তারিখে। নির্বাচিত কমিটি পরের দিন ২২/১২/২০১৩ তারিখে দায়িত্ব গ্রহণ করে। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ ৩ (তিন) বছর দায়িত্ব পালন করবেন। কিন্তু দুঃখের বিষয় বর্তমান কমিটির মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে ১০ (দশ) মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোন সাধারণ সভা করে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়নি। এতে কওে সংগঠনের গঠনতন্ত্র লংঘিত হচ্ছে এবং মটর শ্রমিকদের স্বার্থহানী ঘটছে।

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ও সাধারণ সভার আয়োজন কওে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা না হলে সাধারণ শ্রমিকদের স্বার্থে বৃহৎ আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, ষড়যন্ত্রের অংশ হিসেবে গত নির্বাচনে যারা অংশ গ্রহণ করেছিলো তাদের আইডিকার্ড এখনো হস্তান্তর করা হয়নি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছামছুল হক, সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক নাইম সরদার, মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক হাসানুর রহমান, মহিমাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক আজাদুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল খালেক, ইকবাল হোসেন, ময়নুলহক, সিরাজ প্রমুখ।

(এসআরডি/এসপি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test